1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
নাইওর (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

নাইওর (কবিতা)

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৩৩৬ Time View

নাইওর
আনোয়ারুল ইসলাম আনোয়ার

নাইওর যায় —
মৃদু রক্তিমতার স্নানে সিক্ত গোধূলি বেলায়,
দক্ষিণা পবন বিস্তীর্ণ সবুজ সায়রে যৌবনের দোলা দেয়।
যখন বিহগের দলের ঘরে ফেরার পালা,থমথম বাতাস,
দূর দিগন্তের সাথে চুমিয়ে আছে রঙিন আকাশ।।

নাইওর যায় —
চিরচেনা ধূলোওড়া মেঠোপথ ধরে,
হুট্,হাট্,হুরর গোরুর গাড়ি করে।
হেলেদুলে রুগ্ন গোরুর পদধাপে,
বধূ সেজে বসা রাঙা বউয়ের পরাণ যেন কাঁপে।

নাইওর যায় —
চলছে গাড়ি কস্ মছ শব্দের গানের তালে বেশ,
বধূটি দুদিনের তরে আসবে ঘুরে বাবার বাড়ির দেশ।

নাইওর যায় —
রাঙা বধূটি মনে মনে বোনে ফুটন্ত স্বপ্নের বীজ,
বাবার দেশে গিয়ে ইচ্ছে জীবন্ত করবে, খাবে পদ্মার ইলিশ।
আরো কত পিঠাপুলি,খেজুর রসের গুড়,
বুকে চাপা কষ্টগুলো হয়ে যাবে দূর।
আহা!কত সখ,আহ্লাদ মুখ ফুটে পারেনি বলতে,
রাঙা বধূর হৃদপটে তা ভেসে উঠছে চলতে চলতে।

চলছে নাইওর —
ও গাড়োয়ান আর কত দেরি?সন্ধ্যা নামে যে পাটে,
তাড়াতাড়ি যাও এ ভিটা ছাড়ি,বাবার দেশের বাটে।।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...