1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
 নাম আমার করোনা (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

 নাম আমার করোনা (কবিতা)

  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৪৮২ Time View

 নাম আমার করোনা
সালমান আহমেদ

তোমাকে বলছি
হ্যাঁ আমি তোমাকে বলছি,
কেন করছ খেলা?
কেন করছো আমাকে অবহেলা?
তুমি কি দেখোনি,
কাঁদছে কত দুখিনী।
সবই তো আমার দান,
তাও তুমি করবে আমায় অপমান।
বাহ কি অপরূপ তুমি,
দেখে অবাক হচ্ছি আমি।
আমার দ্বারা পেয়েছে অনেকে কষ্ট,
আর তুমি ভাবছো আমি হয়ে গেছি নষ্ট।
না ,আমি থাকবো অনেকদিন,,
বুঝবে তোমরা আমাকে হে নবীন।
আমি কোন বন্যা বা জলোচ্ছ্বাস ন‌ই,
আমি আমার কথা তোমাকে কই।
আমি এক অদ্ভুত,
তাই বলে আমি নই কোন ভুত।
তাও আমি ভুতের মত,
লুকিয়ে আক্রমণ করি করা দরকার যত।
তোমরা বোকা বলেই আমি রাজা,
আমি থাকতে তোমরা থাকবেনা তাজা।
একটু সতর্ক থাকতে পারো না তোমরা,
তাইতো সুযোগ কাজে লাগাই আমরা।
আমি কে? আশা করি বুঝতে বাকি নাই তোমার,
বিজ্ঞানীরা করোনা-ভাইরাস নাম দিয়েছে আমার।।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...