1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
নিজের বাসা (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

নিজের বাসা (কবিতা)

  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৪৩ Time View

নিজের বাসা
জিয়াউর রহমান জিয়া

চেয়ে দেখো কি অপরুপ
বাবুই পাখির বাসা,
গাছের ডগায় থেকেও যে
মনে রঙিন আশা।

রোদ বৃষ্টি ঝড়েও তার
মনে নেইকো ভয়,
অতি যত্নে গড়া বাসা
সহজে হবে না ক্ষয়।

এই আশাতে কষ্ট করে
থাকে নিজের ঘরে,
অট্টালিকায় থাকবে না সে
যদিও যায় মরে।

বাবুই বলে বাসা বেঁধেছি
আমি নিজের হাতে,
দালান-কোঠায় থাকো চড়ুই
কি হয়েছে তাতে।

নিজের বাসার শান্তি-সুখ
পাবেনা অন্য ঘরে,
যদিও তা খসে পড়ে
রোদ-বৃষ্টি ঝড়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...