1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
নিশীথ মেঘদল (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

নিশীথ মেঘদল (কবিতা)

  • Update Time : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৭০ Time View

নিশীথ মেঘদল
নুর আলম আহামেদ

২০ টি জেলার কবিরা সবাই
এক হয়েছি আজ,
মায়ায় মায়ায় পরিপূর্ণ হলো
ভালোবাসার এই সাঝ।
নরসিংদী থেকে নুর আলম লেখছে
কবিতা মাটির ঘর,
বরগুনা থেকে রিমন লেখছে
তরুন সমাজের স্থর।
হবিগন্জ থেকে মুশাহিদ লেখছে
সুন্দর বিষয় যৌতুক,
ইয়াজুল লেখছে প্রেম বৈচিত্র
মানছুন লেখেছে বাল্য জীবন
আরও লেখেছে কৌতুক।
সুনামগঞ্জের আহমদ মিয়া
লেখেছে কবিতা ধনবান,
চট্রগ্রামের জিসান ভাই লেখেছে
পাঠগৃহের প্রতি গান।
রাজশাহীর শাহীদ আলম লেখেছে
ভিক্ষুক নামের কবিতা,
নরসিংদীর শান্তা ইসলাম
হইছে আমার জেলার মিতা।
নেত্রকোনার সজিব মিয়া
লেখে কবিতা ভালো,
এনামুল হকের কবিতায়
ফুটেছে একুশের আলো।
শরীয়তপুরের কবির ভাই লেখছে
আলোকের আহ্বান,
মোহনগন্জের কাউসার ভাই
লেখেছে মায়ের গান।
ময়মনসিংহের মুনতাসির ভাই
লেখেছে ধর্ষণের কথা
নারায়ণগঞ্জের মারজানা আপু
লেখেছে কবিতা অপেক্ষা।
ফরিদপুরের জিয়াউর ভাই
লেখেছে অন্যরকম ঢাকা,
নারায়ণগঞ্জের তাসনিয়া আপু
লেখেছে স্পর্শের আকা।
কোম্পানিগন্জের রনি ভাই
বলছে সে নাকি বাংলাদেশ,
গোপালগঞ্জের সজিব ভাই বলছে
আবার গর্জে উঠুক বেশ।
চট্রগ্রামের সুমন ভাই লেখছে
তোমাকে পাওয়ার আকুতি,
টাঙ্গাইলের কাউসার ভাই লিখছে
জান্নাতি মেহমান ।
নিলয় ভাই লিখছে সুশ্রী নও তুমি
সুন্দরি নও কেহ চান।
সবাই মিলে লিখেছি মোরা
নিশীথ মেঘদলের গান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...