প্রণয়ের জলসাঘর
অসীম সাহা
আবার যদি নতুন রূপে বিশ্বজগৎ সাজে-
জানি তখন এ গ্রহের নামসহ পাল্টে যাবে অনেক কিছু
নাম যাইহোক,মানব আর প্রকৃতি রবে নব সৃষ্টিতে।
আমার স্থান যদি মিলে সে সভ্যতায়!
আমি হতে চাইনা মানব,হতে চাইনা প্রেমিক
মানবের সীমাহীন চাওয়া,প্রেমিকের অন্তহীন আকাঙ্খা
আমি হতে চাই প্রকৃতি আর প্রকৃতির উপাদান
আমারি কল্পনায় মানব রচিবে গান,প্রেমিকের প্রেম
হাওয়াই গিটার হবো সুরের মূর্চ্ছনায় ভাসতে
হতে চাই বিহঙ্গ-ইচ্ছেকাতর মানব চাইবে আমার ডানা
গোলাপ হয়ে ফুটবো,পূজার ডালায় কারো প্রেম নিবেদনে
মৌচাকের মধু হবো মিষ্টতায় ভরিয়ে দিবো অন্তর!
শেরাবের গ্লাস হবো চিয়ার্স বলে সেলিবেট করবে হাতে তুলে-
মানব হয়ে প্রশ্নবিদ্ধ ভালোবাসা হবো না কারো জীবনে
অতৃপ্ত রবে না কেউ আমার জন্য,আমি হবো পণ্য!
সকলের ভালোবাসায় জড়াবো,বাস্তবের বাসর সাজবো
নয়তো প্রণয়ের জলসাঘরে মৃদঙ্গ হবো।।