1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
প্রেম (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

প্রেম (কবিতা)

  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৩৪ Time View

প্রেম
শহীদুল ইসলাম

আমি প্রেমকে দেখেছি বিক্রি হয়ে যেতে।
আমি প্রেমকে দেখেছি চুরি হয়ে যেতে।
আমি প্রেমকে দেখেছি
অবাধে বিলি হয়ে যেতে।
আমি প্রেমকে দেখেছি
অবাধে বিলি করে দিতে।
আমি প্রেমকে দেখেছি অলিগলি ফুটপাতে ডুকরে ডুকরে কেঁদে ফিরতে।
আমি প্রেমকে দেখেছি প্রেমিকার হাতে খুন হতে।
আমি প্রেমকে দেখেছি লজ্জায় অপমানে
আত্মহত্যা করে মরে যেতে।
আমি প্রেমকে সেদিনও দেখেছি
ছোট্ট দিঘিতে সাঁতরে বেড়াতে।
আমি প্রেমকে সেদিনও দেখেছি
আকাশের নীল হয়ে রং ছড়াতে।
আমি প্রেমকে সেদিনও দেখেছি
ঝিলের জলে পদ্ম হয়ে অসম্ভব সাজ সাজছে।
আমি প্রেমকে সেদিনও দেখেছি
সতেজ তাজা প্রাণময় পরিপূর্ণ।
আমি প্রেমকে সেদিনও দেখেছি
বিশ্বাস বুকে আলিঙ্গনরত চুমুর পরে চুমু খেতে।
আমি প্রেমকে সেদিনও দেখেছি
হাজার বছর বেঁচে থাকার অনুপ্রেরণায় বাঁচতে।
আমি প্রেমকে সেদিনও দেখেছি
গভীর রাতে ঘুমের ঘোরে স্বপ্ন দেখে
হকচকিত হয়ে ঘন্টার পর ঘন্টা চেয়ে থাকতে।
আমি প্রেমকে সেদিনও দেখেছি
কবিতায় গল্পে উপন্যাসের চরণে চরণে
প্রতি পাতায়
প্রতি শব্দে
প্রতি শব্দোচ্চারণে।
আমি প্রেমকে সেদিনও দেখেছি
না না ঢংএ,
না না রংএ,
না না সাজে।
আমি প্রেমকে সেদিনের পর থেকে
এখন আর কোথাও দেখিনা।
শুধু প্রেমের বদলে ঘৃণা অবজ্ঞা অবিশ্বাস দেখতে পাচ্ছি।
আর দেখতে পাচ্ছি অবিশ্বাস্য
প্রেমের অপমৃত্যু।
দেখতে পাচ্ছি প্রেমকে মারিয়ে চলে যাচ্ছে প্রেমিকাদের প্রেমিকরা,
প্রেমিকদের প্রেমিকারা।
১০/১২/১৯

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...