1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
বসন্ত (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

বসন্ত (কবিতা)

  • Update Time : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৪২ Time View

বসন্ত
শহীদুল ইসলাম

বসন্ত সমাগম
ফাল্গুনী ফাগুন হাওয়া লেগেছে প্রাণে
বেঁধেছে নতুন গান।
সেগানের সুর অতি সুমধুর,
কুহুকণ্ঠ দূরবহুদূর।
শুনি তার গুঞ্জন সকাল দুপুর।
গাছে গাছে ডালে ডালে
গন্ধ মুকুল।
পবনের প্লাবনে হেঁটে আসা রোদ্দুরে
বন্ধু সুজন,
অনিমেষে ভালোবাসা জমেছে দ্বিগুন।
ফাগুন ছড়াল প্রাণে,
কবিতা আর গানে
প্রকৃতির শুনি গান
এ বসন্তে
তুমি আমি লিখবো নতুন চিঠি
ভেঙে দিতে অভিমান।
জড়তার বেড়াজাল রাখবোনা রাখবোনা,
নামবো আবার পথে বাঁধবো নতুন গান।
বসন্ত ফাগুনে মাতাল গন্ধ নিতে
শত ভুল ফেলে রেখে
এক হবো দ্বিগুন হতে।
আমরা সবাই মিলে হাতে হাতে শৃঙ্গলে
পা ফেলে চলবো পথে
কন্ঠকবিতায় চোখ জুড়ে
ফাগুনের চাষ জমি চষে
বার মাস।
ফলাব ফাগুন।
স্বপ্নদেখবো এ বসন্তে
নতুন আগামীর ভোর।
এ বসন্তে
উড়াব বিজয় ফানুশ, ফাগুন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...