1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
বাবা (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

বাবা (কবিতা)

  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ৭০৬ Time View

বাবা
আবু রায়হান মুসুল্লি

 

পিছনে তাকাসনে, সামনে তাকাইস এটা তোমারই উপদেশ
তারার মাঝে যা না পেয়েছি তোমাতে পেয়েছি বেশ।

জগতে তুমিই সেরা –
নাই তোমার মতো শ্রেষ্ঠ সেবক ঘুরেছিতো এই ধরা
বড় হতে চাই কীর্তি নিয়ে, পেয়ে তোমারই ইশারা।

আদর করো, শাসন করো, শক্তি জোগাও আরে
বইয়ের মাঝে যা না পেয়েছি তোমাতে পেয়েছি বড়।
দুর্বল যাতে না হয়ে পরি করতে গিয়ে কোনো কাজ
রয়েছো পাশে জোগাতে মনোবল গড়িয়েছে যত সাঁঝ।

রাস্তাঘাটে চলার পথে যেখানেই তাকাই
জগৎ জুড়ে তোমার মতো কবি খুজেতে পাইনাই
জান্নাত দেখি তোমার চোখে তাকাই যতবার
কবির কবি বাবা তোমায় সালাম হাজার বার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...