1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
বিজ্ঞান শিক্ষা (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

বিজ্ঞান শিক্ষা (কবিতা)

  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৪৭০ Time View

বিজ্ঞান শিক্ষা
মো:সাইফুল ইসলাম।

বিজ্ঞান আমার জ্ঞান সাধনা,
বিজ্ঞান আমার সব।
বিজ্ঞান খুঁজছে নিত্য নতুন,
বিজ্ঞান অনুভব।
বিজ্ঞান এখন বিশ্বব্যাপী
বিজ্ঞান সমাদৃত।
বিজ্ঞান আবার নব নব আবিষ্কারে উন্নত।
বিজ্ঞান এখন যুগান্তকারী
বিজ্ঞান বিনাশকারী।
ধর্মের নামে কুসংস্কার রোধ করতে পারি।
পাথরে পাথরে ঘষে যখন আগুন জ্বালানো হয়,
বিজ্ঞান নামক আবিষ্কার তখন শুরু হয়।
বিজ্ঞান আমাদের এনে দিয়েছে-
অভাবনীয় গতি,
বিজ্ঞান শিক্ষা অর্জন করলে
হবেনা কোনো ক্ষতি।
বিজ্ঞান এখন জয় করেছে-
বিশ্ব মানব কূল।
বিশ্ব থেকে হারাবেনা-
বিজ্ঞান শিক্ষার মাশুল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...