1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
বেদিশার গল্প (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

বেদিশার গল্প (কবিতা)

  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৩৫২ Time View

বেদিশার গল্প
এস এম সায়েম।

বর্ষার বর্ষন গর্জন সীমাহীন,
জমিলার ভিটেমাটি ভিজিতেছে সাত দিন।
খড়কুটার ছাউনি,নড়বড়ে চারিধার।
তাহাতেই আড়মোড়া করিতেছে দিনপার।
মেয়ে তার বনলতা মায়াবতি মুখটি,
উপোসের দুইদিন পেটে দেয় চিমটি।
ঘটে নেই চাল-ডাল তেজ নেই উনুনে,
জমিলার মনঃব্যথা বাড়িতেছে দ্বিগুণে।
তরুলতা ছেয়ে গেছে উঠানের এক পাশ।
ঝরঝর ঝড়ছে শ্রাবনের নির্যাস।

কুড়েঁঘরে, এক কোণে চোখ জোড়া স্বপ্ন।
মায়-বেঠি দুজনের যোগাবে কে অন্ন?
ভোখা পেট মানেনা কয় বেঠি কেন্দে,
কয়দিন এভাবে অনাহারেই কাটিবে।
বাপ তার ওপারে,গেছে আজ দু-বছর।
কেন রোজ! নাই খোঁজ বাপ তার কি খবর?

মায় চুপ, নীরবে সলিল আসে নয়নে।
কত রাত এভাবেই কাটল যে গোপনে।
প্রিয় তার আসিবেনা কোনোদিন কোনোরাত।
তাজা প্রাণ কেড়ে নিল, সড়কের কালো হাত।
আসি বলে কথা দেয় কত মাতার সন্তান?
আসা আর হয়না ছেড়ে যায় পিছুটান।
গৃহ বধূ পথচেয়ে চোখে শত স্বপ্ন,
স্বামী নাহি এলো আর চারিপাশ শূন্য।

জোয়ান যায় আফিসেতে কত ভিড় মাড়িয়ে,
সেই ভীড়ে শত জোয়ান যায় আজ হারিয়ে।
তাজা প্রান নিভে যায়,সহপাঠী সকাশে,
রাঘোববোয়াল মরণেও দাঁত কেলায় হাসে।
কে খোঁজ? নেয় রোজ ওইসব অভাগার,
মঞ্চে মাইক কাঁপে বাস্তবে নির্বিকার।

দিনে দিনে বাড়িতেছে কত শত গল্প,
লিখা দায়,কোটা থাবায় মেধা তাই স্বল্প।
কি পেলাম স্বাধীনতার চারদশক পেরিয়ে,
জুত লোভি শকুনেরা রাখিতেছে দমিয়ে।
ছাত্রসমাজ জিন্দাবাদ সরকারে ধিক্কার।
বল বীর উঁচু শির তোকে বড় দরকার।
সব করে দে ছারখার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...