” মা ”
রাসেল সরদার
মা তুমি এক বিশাল জিনিস,
এ ধরনীর বাঁকে।
তোমার দ্বারা সম্মান পেলাম,
ক্ষনস্থানের ফাঁকে ।
হাসিমাখা মুখের দিকে,
যখন আমি চাই।
সব দুঃখ ভুলে আমি,
তোমার সুখ পাই।
রেখেছো তুমি গর্বধারে,
আপন মনে করে।
দশমাস পার করে এলে,
ব্যাথাকে বরন করে।
মা তুমি এক বিশাল জিনিস,
এ ধরনীর বাঁকে।
তোমার দ্বারা সম্মান পেলাম,
ক্ষনস্থানের ফাঁকে।
ক্ষুদার জ্বালাকে নিভিয়ে ছিলে,
ক্ষুদার পাথর বেধে।
নিজে না খেয়ে দিয়েছিলে আমায়,
আপন নীড় ভেবে।
মা তুমি এক বিশাল জিনিস,
এ ধরনীর বাঁকে ।