1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
মে দিবসে শ্রমিক তুফান - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

মে দিবসে শ্রমিক তুফান

  • Update Time : শনিবার, ১ মে, ২০২১
  • ৩৭৮ Time View

মে দিবসে শ্রমিক তুফান
,,,,শহীদুল ইসলাম,,,,

মেহনতি মানুষের গান।
মে দিবসে শ্রমিক তুফান।
কালে কালে যুগে যুগে
শোষণের দ্বার ভেঙে
শাসকের বাঁধা ঠেলে
শ্রমিকরা ওঠে জেগে
শাসনের করে অবসান।
শ্রমিক শিকাগোতে বন্দি।
প্রাণ দিল জনে জনে
আপোস করেনি, করেনি সন্ধি।
কালো হাত ভেঙে দিতে উদ্যত।
জয় জয় মেহনতি মানুষের।
শাসিতের শ্রমিকের
হাড় ভাঙা শ্রমের
নিপীড়িত জনতার
শরীর আর ঘামের।
মানবতা লুন্ঠিত
বঞ্চনা শ্রমিকের
রক্তে ও ঘামে
চেতনা ও দ্রোহে।
বিদ্রোহের লেলিহান অগ্নি
দাউ দাউ জ্বলছে
মগজে রক্ত
মুক্তির মন্ত্রে রাজপথে
পদ চিহ্ন লাল ঝান্ডা হাতে
জনতা ও মজদুর এক হও
কন্ঠে আওয়াজ তুলছে।
মে দিবসে শ্রমিক তুফান।
শিকাগোতে আর নয় বন্দি।
ন্যায্যতা আদায়ে লড়াইটা চলছে।
শোষণের পাহাড়টা ভাঙতে।
লাল পিঁপড়ের দল
পৃথিবীর পথ ধরে
বিজয় কেতন উড়িয়ে
শ্রেণীহিন পৃথিবীর
সাম্য ও মৈত্রির
নতুন অধ্যায় তুলে ধরছে।
সংগ্রামে সংগ্রামে
বৈরিতা দ্বন্দ্ব, মৃত্যু ও যুদ্ধে
বাঁচার লড়াইটা চলছে।
মুক্তির মন্ত্রে শ্রমিকের স্বপ্নে
শাসনের সমাজটা ভাঙছে।
আর নয় ব্যবধান মানুষে।
কুলি কামার কৃষাণ শ্রমিকে।
মেহনতি মানুষের গান।
মে দিবসে শ্রমিক তুফান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...