1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
যদি পারো ভুলে যেও - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

যদি পারো ভুলে যেও

  • Update Time : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ২৬৯ Time View

যদি পারো ভুলে যেও
শহীদুল ইসলাম 

যদি পারো ভুলে যেও
সেই সে সোনালী বিকেল
সেই সে রূপলী চাঁদ।
যদি পারো ভুলে যেও
রাত্রি নিজুম জোনাক জ্বলা
জোনাকি আলোর গল্প।
গল্পে গল্পে ঘুমিয়ে পরা চোখের উঠোনে রোদ।
রোদের আলোয় ছুটোছুটি
হঠাৎ ঘুম ভাঙা সে ভোর।
যদি পারো ভুলে যেও
সেই সে চেনা হাত
সেই সে চেনা পথ
যদি পারো ভুলে যেও
তোমার খাতায় প্রথম লেখা
আমার দেয়া নাম।
বইয়ের ভাঁজে লুকিয়ে রাখা
ছোট্ট একটা খাম।
নীল খামেতে অল্প করে
যা যা লিখলাম।
যদি পারো ভুলে যেও
প্রথম দেয়া গোলাপ
প্রথম দেয়া গিফট।
যদি পারো ভুলে যেও
সেই সে কবিতা
সেই সে ছবিটা
যদি পারো ভুলে যেও
আমায় নিয়ে প্রথম লেখা তোমার কবিতা।
তোমার আমার ফ্রেমে বন্দি সেই সে ছবিটা।
আপত্তি নেই তাতে।
ভুলে যেও ভুলে যেও
পুরোনো সে গান
হারমুনিয়াম।
আকাশ ঘন নীল উড়ে যাওয়া চিল।
যদি পারো ভুলে যেও
স্কুল পালানো দিন
দূরে কোথাও ঘুরতে যাওয়া
আড্ডা দেয়া
আইসক্রিম বিল প্রেমেন্ট নিয়ে ঝগড়া করা।
অবশেষে
বাড়ি ফিরে কত রকম মিথ্যে বলা।
যদি পারো ভুলে যেও
সেই সে অভিমান
সেই সে চোখে জল।
যদি পারো ভুলে যেও
এসএমএস এর কথা গুলো
রাতে খেয়েছি কিনা?
শরীর অসুস্থ কিনা?
আগামী দিন দেখা হবে কিনা?
বাসার সবাই কেমন আছে?
এসব জিজ্ঞেস করতে করতে
রাত আর রাত থাকতো না
দিন আর দিন থাকতো না।
আমিও এসএমএস দিতাম
ফেজবুক ম্যাসেঞ্জারে উঁকি দিতাম
কখন আসবে
কখন এসএমএস করবে?
এসএমএস করছো কিনা?
এক্টিভ আছো কিনা?
একটা সময়ের ফেজবুক ম্যাসেঞ্জার ছিলোই বোধ হয় তোমার জন্য।
সামান্য একটা ভুল
কিছু অভিমান
চোখ জুড়ে জল।
আমার প্রতি ভীষণ রাগ।
তোমার চলে যাওয়া
পিছন ফিরে না তাকানো।
হঠাৎ
আর কোনদিন দেখা না হওয়া
বুঝিয়ে দিলো
একাকিত্বের অপেক্ষা
কতটা কষ্ট ও যন্ত্রনাময়।
তুমিও কি কষ্ট পাও
এই আমার মতো
ফিরে আসবে
এসো তাহলে
খুব কাছে।
অস্থি মজ্জায় মিশে যেতে এসো।
দেখ,
এই যে আমার বেঁচে থাকা
শুধু তোমাকে ঘিরেই
আজো ভুলতে পারিনি।
ভুলে যেতে পারলে
হয়তো আমি মরে গিয়েই বেঁচে যেতাম।
কিন্তু পারছিনাতো
এক মুহুর্তের জন্যও না।
কেন ভুলতে পারছি না?
রাতের অন্ধকারে একা পরে থাকা।
না খেয়ে থাকা অজস্র প্রহর শেষেও
অজিজ্ঞেসিত
আমি খেয়েছি কি
খাইনি?
আজ কেন মন ভালো নেই?
মন ভালোর জন্য না না ভায়না।
চোখের জল মুছে
কখন যে হাসতাম
অজানাই থেকে যেতো
আজ চোখে জল আছে
কিন্তু
তুমি কত দূরে?
হাসাবার মতো কেউ নেই।
তাই হাসি নেই।
অন্তত তুমি
একবারের জন্য হলেও বলো
ইচ্ছে না হলেও বলো
এই কাঁদছো কেন?
কিন্তু না
চলে গেলে অভিমান করে।
কেন গেলে?
সুখি হবে
খুব বেশি, এজন্য?
এখন কি তুমি খুব সুখি?
সুখ মানুষকে অনেক কিছু ভুলিয়ে দিতে পারে।
তুমি সুখে থেক
সুখে থাকতে থাকতে
যদি পারো ভুলে যেও।
২৮/০৫/১৮

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...