যৌতুক
আরিফজ্জামান জুলহাস
যৌতুক নিয়া করনা বিয়া
পায়ে তোমার ধরি,
যৌতুক হল নিন্দনীয় কাজ
সমাজে সবাই তা জানি!
ছেলে হোক মেয়ে হোক,
আদম সন্তান,
বিয়া সাধি প্রভুর, ফরজ বিধান
বিধান মেনে কর বিয়া
মহোরানা দিয়া!
সুখময় জীবন হবে
নয়া সংসারে গিয়া।
যৌতুক প্রথা কোথায় পেলে
দলিল তুমি দেও,
সমাজ থেকে এই প্রথা
শেষ করে নেও।
যাকে নিয়ে বাঁধবে বাসা
সুখের ঠিকানায়
তার কাছে কেন দাবি?
যৌতুক তুমি দিবে আমায়।।