1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
শহর (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

শহর (কবিতা)

  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৩৯০ Time View

শহর
মোঃ আরিফুল ইসলাম

শহর জুড়ে ভালোবাসা নামুক
রাত দিস হট্টগোল এ কাটুক।
ঘাসের মাথায় শিশির জমুক
হৃদয় মাঝে পদ্ম ফুটুক।

শহর জুড়ে শান্তি নামুক
গলির টং এ আড্ডা জমুক
বেকার গুলো ব্যস্ত থাকুক।
নতুন করে শহর সাজুক।

শহর জুড়ে মায়া নামুক
প্রেমিক প্রেমিকার লজ্জা কাটুক
হাতের ছোঁয়ায় স্বপ্ন বাড়ুক।

শহর জুড়ে সাম্য নামুক
অধিকারের বন্যা ফলুক।
শোষকের হৃদয় কাঁপুক
গরিবের দাবী মানুক।

শহর জুড়ে সত্য নামুক
রাজপথে মিছিল বাড়ুক।
আলোচনায় মুক্তি মিলুক
আইন নামের তালা খুলুক।

শহর জুড়ে শিক্ষা নামুক
বিদ্যালয়ে ছাত্র বাড়ুক।
মগজ এর প্রসার ঘটুক
কলমের আঘাত বাড়ুক।

শহর জুড়ে কবি নামুক।
কাব্যের খনি ফলুক।
প্রজন্মের ক্ষুধা মিটুক
দাসত্বের নিয়ম ঘুচুক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...