1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
শেষ বিকেল (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

শেষ বিকেল (কবিতা)

  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৪০৪ Time View

শেষ বিকেল
শহীদুল ইসলাম

বাঁধন হারা এমন দিনে,
এমন ক্ষণে,
এ মোন মাতে উল্লাসে।
দৌড়ে ছোটে,
দিগ হারা দিগ, দিগন্তে।
খুশির হাওয়া সুখের ছোঁয়া।
লাগল পালে লাগল প্রাণে।
কাঁদন ভুলে বাঁধন টুটে,
যাতন জ্বালা অবসাদে।
দিচ্ছি বিদায় দুক্ষ যত,
সুখ গুলো সব কুঁড়িয়ে নিতে।
ভোরের আলোয় রাতের চাঁদে
জীবন সাজাই নতুন ভাবে।
নতুন সুরে নতুন গানে,
নতুন প্রেমে গোলাপ ফোটে।
শরীরে যার পদ্ম এত,
কলঙ্ক তার হাজার শত।
লাজে ঘৃণায় অপমানে,
অশান্ত ঝড় তবু শান্ত দৃঢ়।
আশায় এ মোন দু’চোখ বাঁধে,
এক হৃদয়ে এতটা সুর
খুব সহজেই বেজে ওঠে।
স্মৃতির পাতায় হৃদয় খাতায়
নাম লিখে যাই
এক ধ্যানে এক মোনে,
এক প্রাণে, আনমনে।
দাঁড়িয়ে থেকেও হারিয়ে যাই।
বাঁধন হারা এমন দিনে।
ঢেউ ভাঙা ঢেউ, কল্লোলে।
পাহাড় চিরে ঝর্ণা স্রোতের উচ্ছাসে।
বিচিত্র সে চিত্র গুলো
দেখতে দারুন বেশ লাগে।
দাঁড়িয়ে থেকেও হারিয়ে যাই
বাঁধন হারা এমন দিনে।
উপচে পড়া ভোরের আলোয়,
পথিক ফেরা শেষ বিকেলে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...