1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
সুখি হও, সুখে থেকো (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

সুখি হও, সুখে থেকো (কবিতা)

  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৩৩৬ Time View

সুখি হও, সুখে থেকো
শহীদুল ইসলাম

সুখি হও, সুখে থেকো
শৈশবে বেজে যাওয়া মিষ্টি দুপুর।
সুখি হও, সুখে থেকো
রাখালিয়া বাঁশি
মাঝিমাল্লা, ভাটিয়ালি সুর।
সুখি হও, সুখে থেকো
নীড় হারা পাখি জলে ভেজা আঁখি।
সুখি হও, সুখে থেকো
রাতের তারা চাঁদের কিরণ।
শিয়ালের হাক,
ভোরের আলোয় কোকিলের ডাক।
সুখি হও, সুখে থেকো
ছোট্ট খুকির প্রথম মিষ্টি কন্ঠে
মা বলে ডাক।
সুখি হও, সুখে থেকো
তরু- লতা, বৃক্ষ- বন
রৌদ্র- খড়া, বৃষ্টির জল।
পাহাড়ী ঝর্ণা আপন উৎসুখে বয়ে চলা কলতান।
সুখি হও, সুখে থেকো
গ্রীষ্মের রোদ শীতের চাদর।
সুখি হও, সুখে থেকো
কাছে দূরে যারা আছো বন্ধু সুজন।
অলক্ষ্যে যতো আছো শত্রু বিভীষণ।
সুখি হও, সুখে থেকো
দুক্ষ হাসি স্মৃতিতে মোরানো গোপন অনল।
সুখি হও, সুখে থেকো
কষ্টেরা যতো, হৃদয় ভাঙা ক্ষত।
সুখি হও, সুখে থেকো
রাগ অভিমান ক্ষোভ,
আদর স্নেহ প্রেম ভালোবাসা যতন।
সুখি হও, সুখে থেকো
পাঠশালা লেখাপড়া শিক্ষাগুরু।
সুখি হও, সুখে থেকো
কলম, খাতা, বই
প্রাইমারী, কারাকারী
বন্ধু সুলভ হাইস্কুল।
সুখি হও, সুখে থেকো
আনন্দ মুখর, কলেজ জীবন।
সুখি হও, সুখে থেকো
বড়ই বাড়ী গ্রাম, ঢাকার শহর।
পদ্মার ঢেউ, সন্ধ্যার তীর।
সুখি হও, সুখে থেকো
অসুখে যারা এতোটা কাতর,
নিস্প্রাণ ভোবা কিংবা পাথর।
সুখি হও, সুখে থেকো
স্বর্গ, মর্ত, গ্রহ, অমিও, ভূমন্ডল।
অন্ধোকারে, আলোক বিচ্ছুরণ।
সুখি হও, সুখে থেকো
শুরু থেকে শেষ যতটা প্রহর।
সুখি হও, সুখে থেকো
অমৃত জীবন
বিষে ভরা নীল ছোবল।
মরন যন্ত্রণা তবু বাঁচার শেষ আয়োজন।
সুখি হও, সুখে থেকো
গলা ছেড়ে গান
হারমুনিয়াম।
বেহালার সুর, রবীন্দ্র নজরুল।
সুখি হও, সুখে থেকো
একতারা হাতে বৈরাগী মন
পথিক পবন।
হেটে হেটে হেলে দুলে যায় শুনিয়ে সত্য বচন।
সুখি হও, সুখে থেকো
অভুক্ত শিশু।
কৃষ্ণ- মুহাম্মদ- বুদ্ধ – যিশু।
সুখি হও, সুখে থেকো
পত্র পল্লবী, নতুন মুকুল
সদ্যগোলাপ, জবা,জুঁই, বেলি ফুল।
সুখি হও, সুখে থেকো
কাচের চুড়ি, পায়ের নুপুর।
কোমরের বিছা, কানের দুল।
নতুন বধুর, নাকে নাক ফুল।
সুখি হও, সুখে থেকো
একাকিত্বের প্রতিটা প্রহর।
ভীষণ যন্ত্রণা ক্ষত নষ্ট জীবন।
সুখি হও, সুখে থেকো
নীল মেঘ নীল জল আবদ্ধ পুকুর।
সুখি হও, সুখে থেকো
ঘুম ঘুম চোখে স্বপ্নের রাত।
প্রজাপতি ডানা পরীদের সাজ।
সুখি হও, সুখে থেকো
স্বদেশ মাতা জন্মভূমি।
ভাই হারা ধন একুশের গান।
প্রজন্ম চত্বরে গণজাগরণ।
সুখি হও, সুখে থেকো
স্বদেশ আমার।
নতুন ভোরে, জীর্ণ – সংশয় মলিনতা শিশিরে ধুয়ে
দূর হোক, সামাজিক যত অবক্ষয়।
নতুন সূর্য ভোরে আসুক বিজয়।

(২৯/০৮/২০১৬ বাংলা ১৪; ভাদ্র)

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...