1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
সেই মেয়েটি (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

সেই মেয়েটি (কবিতা)

  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৩১৮ Time View

সেই মেয়েটি
শহীদুল ইসলাম

সেই মেয়েটি আজ ছবি
বন্দি ফ্রেমে আটকে
গেছে সব স্মৃতি।
সেই মেয়েটির বিগত দিন
আকাশ ছিল খুব রঙিন।
সেই আকাশে উড়তো ঘুরতো
পাখি হয়ে ডানা মেলতো।
মেঘের উপর চড়ে বসতো।
আকাশ গায়ে নাম লিখতো।

সেই মেয়েটা খুব স্বাধীন।
চায়নী হতে কারো অধীন।
তাইতো সে হাসতো জোরে।
বলতো বেশি।
বায়না ছিল হাজার কুড়ি।
সেই মেয়েটির স্বপ্ন ছিল।
বুকে জমা গল্প ছিল।
রাত ছিল চাঁদ ছিল।
শিশির জমা ভোর ছিল।
বিকেল শেষে সেই মেয়েটার
ফেরার মত ঘর ছিল।
সেই মেয়েটির
চেনাজানা চলার মত পথ ছিল।
রোজ সে পথে আসতো যেত
চেনা মাঠে খেলতে যেত।
মোন খারাপের দিনগুলোতে
পুকুর পারে বসে থাকতো।
সেই মেয়েটির
বন্ধু সুজন সব ছিল।
ভার্সিটিতে পড়ার মতো স্বাদ ছিল।
সবুজ মাঠে নদীর বাঁকে
ঘুরে বেড়ানোর সখ ছিল।
সেই মেয়েটির চেনা পথে
অচেনারাও আসতো যেত।
মেয়েটিতো হচ্ছে বড়
চোখ সবার তার উপরে
ইচ্ছাগুলো অনিচ্ছা সব।
দেহ জুড়ে মাংসের উৎসব।

সেই মেয়েটি আজ ছবি।
সেই মেয়েটির দিনগুলি।
স্বপ্নবোনা রাতগুলি।
ভোরের আলোয় হয়ে গেছে সব চুরি।

সেই মেয়েটি
চেনা পথে আর হাঁটে না।
চেনা মাঠে আর খেলে না।
পুকুর পারে আর বসে না।
গলা ছেড়ে আর হাসে না।
ভার্সিটিতে আর যাবে না।
সেই মেয়েটি আজ ইতি।
জীবন প্রদীপ নিভিয়ে দিয়ে
হয়ে গেছে নিস্পলকের এক ছবি।
সেই মেয়েটি স্বপ্নতে নেই।
সেই মেয়েটি গল্পতে নেই।
মেঘের ভেলায় আকাশে নেই।
ঘরে বাইরে কোথাও নেই।
রাস্তা জুড়ে নস্ট ছেলেদের ভিরেতে নেই।
মেয়েটি আজ অন্ধকারে।
দিনের আলোয় কোথাও নেই।
সেই মেয়েটি শুধুই মেয়ে
মানুষ হতে চেয়েছে।
সেই চাওয়াতে ভুল ছিল।
এই সমাজটা নস্ট সমাজ
এই সমাজে এমন ভাবে
হাঁটায় অনেক ভুল ছিল।
কথায় অনেক ভুল ছিল।
বেড়ে ওঠায় ভুল ছিল।
দেহ জুড়ে প্রচন্ড ভুল।
ভুলে ভুলে উঠতো তুফান
আঙুল তুলে বলতো সবে।
এই মেয়েটা নস্ট মেয়ে।
এই মেয়েটা নোংরা মেয়ে।
এই মেয়েটা বাজে মেয়ে
এই মেয়েটা নিচু মেয়ে।
ওর হাঁটা ভালো না।
ওর কথা ভালো না।
ওর বসা ভালো না।
ওর স্বভাব চরিত্র একেবারে ভালো না।
ওর কোন কিছুই ভালো না।
ওর সব খারাপ।
ওকে দেখে চায়ের কাপে ঝড় উঠতো।
বৃদ্ধরাও ঠোঁট নাড়তো।
যুবকরা পথ আটকাতো।
ওর শরীরে বিদ্যুৎ ছিল
তাইতো এমন ঝড় উঠতো।
ওর শরীরে চুম্বক ছিল
তাইতো এমন কাছে টানতো।
ওর শরীরটা
শুধুই যে শরীর ছিল
তা কিন্তু না।
কাঁচা মাংসে পূর্ণ ছিল।
তাইতো এমন মরা মরতে হল।
সেই মেয়েটি আজ ছবি
বন্দি ফ্রেমে আটকে
গেছে সব স্মৃতি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...