আমিত্ব
শহীদুল ইসলাম
কবিতা
আমার কবিতা
জীবন যন্ত্রনা কষ্ট হাহাকার আর আর্তচিৎকারের অবসান।
স্বপ্ন
আমার স্বপ্ন
বিদ্রোহ বিপ্লব প্রগতি মুক্ত মানবতা আর সাম্যের দৃঢ় বন্ধন।
রৌদ্রজ্জ্বল স্বপ্ন সোনালী ভোর।
মুক্তি
আমার মুক্তি
অবিভক্ত পৃথিবীর পথে নির্মল সবুজ সতেজ দিগন্তরেখা চিহ্ন।
শৈশব যৌবন বার্ধক্যে
সুখকর ভূ- মন্ডল।
প্রজন্ম
আমার প্রজন্ম
স্বপ্ন দেখা ভোর
আর
ভবিষ্যৎ প্রজন্মগত দায়বদ্ধতা।
আপত্তিকর গ্লানি মুছে;
পঁচা গলা নষ্ট সমাজটাকে বদলে
অনাপত্তিকর নতুন এক সমাজ বিনির্মাণ।
ধর্ম
আমার ধর্ম
শুধুই মানবতা।
বিশ্বাস
আমার বিশ্বাস
গতি ও পরিবর্তন।
প্রেম
আমার প্রেম
পরিশুদ্ধ ও পবিত্র।
জীবন
আমার জীবন
অতি ক্ষুদ্র
তবু লক্ষ্য
অসীম সিমান্তে দু’ চোখ
আর
জীবনকে জীবনের মতো উপভোগ।
মৃত্যু
আমার মৃত্যু
খুব স্বাভাবিক সম্ভবত ছোট একটা দুর্ঘটনা।
মৃত্যু ভয়ে ভংকর
দুক্ষ বা কান্না করা
আমার কাছে বেশ হাস্যকর ও নিরর্থক।
আমি
আমার আমি।
আমি শুধু আমার আমিত্বে নই।
আমি সব মানুষের, সবার জন্য।