আমি মধ্যবিত্ত
আফসানা মুরিন
আমি মধ্যবিত্ত,,,
তবু আমার চোখ থেকে চশমার দুরত্ব ঠিক যতটা ততটা দূরত্ব থেকে তোমাকে ভালোবাসি।
আমি বলি,
তোমার কানে, যে
তোমাকে ভালোবাসি।
কিন্তু দুর্ভাগ্য তুমি শুনতে পাও না।
আমি মধ্যবিত্ত কিন্তু বিশ্বাস করো তোমায় নিয়ে ভাবতে আর হাসতে খুব ভালো লাগে।
তোমায় নিয়ে নিজের মতো ঘর গোছাতেও ভালো লাগে।
মনে হয় যেন
আমার ভালোবাসা মিশে আছে চায়ের দোকানে।
দামী রেস্টুরেন্ট নয়।
সেখানে বসে এক কাপ চায়ের সাথে গল্প করতে আমি বড়ই অভ্যস্ত।
সবুজ ঘাসের উপর দিয়ে যখন হাঁটি
তুমি না থাকা সত্ত্বেও তোমাকে অনুভব করি।
ভোরের হালকা বাতাস
তোমার স্পর্শকে অনুভব করায়।
সন্ধ্যা বেলার গোধূলির মাঝে
হালকা বাতাস তোমাতে ডুবে যাওয়ার
অনুভূতি জাগায়।
আমার তেমন কোনো সামর্থ্য নেই
শুধু আছে তোমার খোপায় কাঠগোলাপ গেঁথে দেওয়ার ক্ষমতা।
আর পারি কপালের টিপ টা ঠিক জায়গায় বসিয়ে দিতে।
শুধু পারি তোমার পিছনে মাতালের মতো ছুটতে।
কিন্তু আফসোস তুমি এতে অভ্যস্ত নও।
তবুও
হাসি আর তোমাকে ভালোবাসি
কারন আমি মধ্যবিত্ত।