উত্তর মেলে না
শহীদুল ইসলাম
——————————
সারারাত ধরে ভেবে চলি,উত্তর মেলে না।
নিজের সাথে নিজের অসম্ভব কথোপকথন
মান অভিমান ঝগড়া চলে
কথা কাটাকাটি হয়, উত্তর মেলো না।
প্রশ্ন জমে জমে পাহাড়,জলাবদ্ধ ঝর্ণা
শব্দেরা ঝাঁক বেঁধে উপচে ওঠে, উত্তর মেলে না।
মুগ্ধকর কণ্ঠধ্বনি সুর হাসিবাক্য প্রেমপ্রলাপ
তবু নিস্তব্ধ নির্জন একা শূন্য থেকে শূন্যে
এত বিস্তর শূন্য গহ্বরে হারাচ্ছি, কেন হারাচ্ছি?
যার উত্তর মেলো না।
একাত্তুরের যুদ্ধ বিজয় উল্লাস
ধীরেধীরে পঁচা নর্দমা হয়ে উঠছে
স্বাদের সমাজতন্ত্র পতিত হচ্ছে নর্দমাতে; কিন্তু কেন?
যার উত্তর মেলে না।
প্রিয়তমার শরীরে পৃথিবীর সমস্ত গোলাপ উপচে ওঠার পরে-ও
কেন পাপড়িরা ডানা মেলে গন্ধ বিলয়নি
কেন স্বর্গরাজ্য হতে প্রিয়তমা বঞ্চিত
কেন প্রিয়তমার শরীর জুড়ে কাঁচা মাংস, উত্তর মেলে না।
প্রিয়তমার শরীরে মাংস ব্যতিত আর কি কিছু অবশিষ্ট নেই, উত্তর মেলে না।
কেন জন্মাই কেন বেড়ে উঠি
কেন বংশ বাড়াই কেন মরে যাই,
উত্তর মেলে না।
উত্তর মেলে না, কোন কিছুর উত্তর মেলে না।
শুধু জীবন খাতায় রাফ করে চলি।
ভাবি, ভেবে যাই, উত্তর মেলে না।