এমন হবার কথা ছিল না
শহীদুল ইসলাম
এমন হবার কথা ছিল না।
তবু হচ্ছে, নির্বিঘ্নে ঘটে যাচ্ছে অবর্ণনীয় ঘটনা।
মুক্তিযুদ্ধের চেতনার বারান্দায় দাঁড়িয়ে; বাকরুদ্ধ হতবাক শুধু তাকিয়ে চেয়ে দেখছি,
সকাল সন্ধ্যা ও রাতের খেলায় নষ্ট ভ্রষ্টের উৎপাতে ছেয়ে যাচ্ছে নগর শহর গ্রাম মফস্বল।
নিরুপায় শুধু তাকিয়ে;
হাত পা চোখ মুখ কান স্ব স্থানে তবু অষাঢ়!
এত আলো তবু অন্ধকারে ডুবে যাচ্ছে দু’চোখ।
নিথর হয়ে আসছে সমস্ত শরীর।
ক্রমান্বয়ে যোদ্ধার দল ছোট হয়ে আসছে।
তেল বিহিন শিখায় পরিনত হচ্ছে।
মনে হচ্ছে;
মুক্তিযুদ্ধ যেন একটা সাময়িক দুর্ঘটনা।
আরো মনে হচ্ছে
পাকিরা আজো আছে
পাক বাহিনীর আনাগোনা বুটের বুলেটের দ্বারা পিশে ফেলছে
বাঙালীর স্বপ্নস্বাদ আকাঙ্খা ও আমার সোনার বাংলা বিলিন হচ্ছে অবলিলাক্রমে।
ওরা প্রচন্ড শক্তিমান, ঈশ্বর।
হলি আর্টিজানে নির্বিঘ্নে আক্রমণ;
পুলিশও নিরুপায়।
স্বাধীনতা পাবার এত দিন পড়েও যোদ্ধারা বাকরুদ্ধ হতাশ হয়ে ফিরছে শত্রুর গুহায়।
নত শিরে মাথা দিচ্ছে শত্রুর পদতলে।
যাজক পুরোহিত ছাত্র শিক্ষকের গলা কাঁটা দেহ প্রশ্নহীন পঁচে নষ্ট হচ্ছে।
এমন হবার কথা ছিল না।
তবু হচ্ছে, নির্বিঘ্নে ঘটে যাচ্ছে অবর্ণনীয় ঘটনা।
স্বাধীনতার এত দিন পড়ে;
স্বাধীনতা নিয়ে প্রশ্ন জাগছে এই কি স্বাধীনতা?
মুক্ত চিন্তা যেখানে নিষিদ্ধ।
মুক্ত বাক তন্ত্র যেখানে নিষিদ্ধ।
নারীর অবাধ বিচরণ যেখানে নিষিদ্ধ।
যেখানে তনু আফসানাদের হত্যাকান্ড মর্মাহত করে না, বরং কলেজ পড়ুয়া ছাত্রীর দেহ দেখে পুলক জাগে কাম উত্তেজনায় ৭১ ক্ষুধার্থ শকুন হামলে পড়ে কাঁচা মাংশের উপর।
অতঃপরে চক্ষু লজ্জায় অপমৃত্যু হয় একটা স্বাধীন ভূখন্ডের।
যেখানে পায়ু পথে বায়ু দিয়ে হত্যার অপ্রয়োজনীয়তাই বড্ড প্রয়োজন হয়ে পড়ে।
রাকিব ত্বকি রাজনের লাশ হাজারো প্রশ্নে প্রশ্নহীন থেকে যায়।
গুম খুন হত্যার দেশ,
এ দেশ হবার কথা নয়।
তবু হচ্ছে।
পোড়া দেশে সাঁওতাল, বিহারী, পাহাড়ীরা এখনো পুড়ছে;
পুড়ে পুড়ে ভস্মিত ছাই আবার পোড়ানো হচ্ছে।
গাঢ় মেয়ের শরীর উপভোগের আনন্দো ছড়িয়ে পড়ছে পাহাড় থেকে সমতলে!
জাতী বিজাতী বিভিন্ন সম্প্রদায়ে।
এমন অবস্থায় নিশ্চুপ হবার কথা নয়।
আমিতো জ্বলছি
দেহের ভিতরে বাহিরে।
এ প্রজন্ম জ্বলছে
আগামী প্রজন্মের আহ্বানে।
জ্বলছি তবু নিশ্চুপ কেন?
পাহাড় ধসে
চাপা পড়া কান্নার শব্দে
ধ্যান মগ্ন মনীষী হবার কথা নয়।
রানার ধ্বংস কূপে হাজার শ্রমিকের কান্নার শব্দ
আর পঁচা লাশের গন্ধে,
এভাবে নীরব থাকার কথা নয়।
তাজরিন- বয়লারে আগুন দেখে বিচলিত না হবার কারন দেখছি না।
সুন্দরবন ধ্বংসের তান্ডব নিবারণে যৌবন এভাবে বৃদ্ধ অসহায় হবার কথা না।
তবু এসব হচ্ছে।
নষ্টদের হাতে অনিরাপদ নবাগত শিশু,
অনিরাপদ বাংলাদেশ
অথচ
এমন হবার কথা ছিল না।
তবু হচ্ছে,
নির্বিঘ্নে ঘটে যাচ্ছে অবর্ণনীয় ঘটনা।
০৬-০৭-১৭