1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
কালবৈশাখী (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

কালবৈশাখী (কবিতা)

  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ৩৯৩ Time View

কালবৈশাখী

সানজানা সুলতানা

একটি নদীর পারে দাড়িয়ে আাছি
তার অপেক্ষায়।
আসবে ঠিক জানি কোনো
এক দুপুর বেলায়
দুপুরের এই চোখ ঝলসানো আলো
হঠাৎ করেই নিভে যাবে তার আগমনে
কি হাওয়া,কি শব্দ, কি অন্ধকার
হঠাৎ করেই গিলে
ফেললো ঝলসানো রোদের দুপুরকে
আমি এখন ও তার অপেক্ষায়
আর বেশি দেরি নয়।
জানান দিচ্ছে প্রবল বাতাসে
তার অভিমানের সুর।
এখনি সে ঝরে পরবে নদীর বুকে
আমাকে আলতো করে ভিজিয়ে
জাপটে ধরবে সে,
সে আর কেউনা
আমার কালবৈশাখী।

সানজানা সুলতানা

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...