ডেকো মা, সন্তান বলে
শক্তি রনজিত
মা’গো আমি
তোমারই সন্তান
পাপী অধম অনাথ
তোমার চরণ
করেছি স্মরণ
মাথায় রেখো হাত।
তৃষ্ণীত নয়ন
খোঁজে সারাক্ষণ
দেবী তোমারই চরণ
ডেকো সন্তান বলে
অন্তর অন্তস্থলে
রেখো সর্বক্ষণ।
বিছাও দুটি চরণ
ওগো দেবী আ’মরণ
আমারেই বক্ষ মাঝে
ওগো স্বরসতী
মোর এই মিনতি
অন্য নেই হৃদ-মাঝে।
মা তোমার আঁচল
করো গো শীতল
কোলে নাও তুলে
সন্তানে’র সাজ
ধরেছি আজ
দাও দ্বার খোলে।
মনের গোপন ব্যথা
জানে জননী মাতা
অন্যে নাহি জানে
উচ্চ সাধক যারা
উনারাও সর্বহারা
মা তব, বিমুখ ভানে।