দুখিনী, বাংলা মা (কবিতা)

দুখিনী, বাংলা মা শহীদুল ইসলাম ধর্ষণের মসনদ কাঁপছে; আর তোমাকে ডাকছে। তুমি এ শতাব্দীর ভয়ংকর চ্যাম্পিয়ন। তোমার জন্য সেরা পুরস্কার তুলে রাখছে অসভ্য রাষ্ট্র। তুমি পারো, তুমি পারো বলেই; বাদ যাচ্ছেনা শিশু- কিশোরী, বৃদ্ধা; পাগলী বধির। তুমি পারো বলেই বাদ যাচ্ছে না প্রেমিকারা। তুমি পারো বলেই স্কুল ছাত্রীর স্তন কেটে বীরত্বের মহাকাপুরুষতা দেখালে, স্বজোরে হাসলে। … Continue reading দুখিনী, বাংলা মা (কবিতা)