নীল-নীলা
শহীদুল ইসলাম
নীল হতে হয় পুড়ে পুড়ে।
নীল হতে হয় ফুলকি হয়ে ছড়িয়ে গিয়ে।
নীল হতে হয় আকাশ যেমন।
নীল হতে হয় নদীর মতন।
নীল হলো বেদনার রং।
সবার কাজ নয় বেদন ব্যাথা দুক্ষ পোষা।
বেদন ব্যাথা দুক্ষ পুষে হতে হয় নীল।
যায় না সবার নীলের সাথে
হয় না সবাই নীলে নীলা।
যে হয় নি কখনো নীল
বুঝবে না সে বিষের জ্বালা।
বিষের জলে নীল হতে হয়।
যা ইচ্ছে তাই সব হওয়া যায়।
নীল হওয়া নয় সহজ কথা।
কী চমৎকার চোখের আইরিশ!
আইরিশ হলো খুব গাঢ় নীল।
নীল দিয়ে দেখতে হয়।
বেদন বুকে মুখ লুকিয়ে হতে হয় নীল।
যায়না সবার নীলের সাথে
হয়না সবাই নীলে নীলা।