বর্ষা নামার ছন্দ
শহীদুল ইসলাম
প্রাণে বাজে বর্ষা নামার ছন্দ
আনন্দ মনে নাচে সুরে
ফেলে রেখে দ্বিধাদ্বন্দ্ব।
বিজলী আলো,
সম্মুখে পথ পথিক চলে,
বজ্রাঘাতে কাঁপন বুকে
হিমবাতাসে খুঁজে ফেরে নীর।
বর্ষা শেষে নীলাকাশ হাসে,
পাখিরা ওড়ে,
সূর্য হতে রোদেরা ঝড়ে,
আলো আসে উৎসুকে প্রকৃতি,
দুহাত ছড়িয়ে জড়িয়ে বুকে
খুঁজে ফেরে প্রাণ।