যাপন
শহীদুল ইসলাম
যেমনে তেমন আছি গো আমি
শুধাইয়ো না মোরে
কষ্ট বলে কষ্টের কথা
নয়নের জল ফেলে।
নয়ন তলে জমা জল থরথর
হৃদয় ভাঙা নিঃশব্দে শব্দ কূজন
কাঁপাকাঁপা কন্ঠে স্মৃতি মালঞ্চে
পুরানো সে সব নতুনে আয়োজন।
চলে যাওয়া পথ
ক্লান্ত বিকেল
অন্ধকারে নিমজ্জিত পৃথিবী
নির্জনে এ আমি
হারানোর যন্ত্রণা নিয়ে
নষ্ট সময় কাটাচ্ছি।
আমি প্রচন্ড হাসতে জানি
বুক ভরা ব্যাথা নিয়ে
হাঁটতে পারি।
হাঁটতে হাঁটতে ক্লান্তি নেমে এলেও
ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারি।
আমার এত পরিমান দাঁড়ানোর অভ্যাস।
তুমি তা খুব ভালো জানো
এমন একটা সময়
তোমার ফেরার অপেক্ষাতে
রাস্তার ধারে
ক্যান্টিনে।
দাঁড়িয়ে থাকতে থাকতে
পা অবশ হয়ে আসতো
চোখ তুলে তাকাতে কষ্ট হতো।
তবু
তাকিয়ে থাকতাম
চোখ যতদূর যায়
ঠিক ততদূর খুঁজে ফিরতাম
তোমার ও মুখ
তোমার ও ছায়া।
আমি তো বেশ ভালোই আছি।
নীল মেঘে নীল রংয়ে
আজো তোমার নামটি
খুব যতনে লিখি।
কেন,
চোখ এত লাল
তা জানি না!
তবে
খুব ভালো আছি।
জীবন সূতয়
পুরানো সব
নিঁখুদ করেই গাঁথি।
এই সে আমি
সেই তো আমি
সময় যাচ্ছে বয়ে।
যেমনে তেমন আছি গো আমি
শুধাইয়ো না মোরে
কষ্ট বলে কষ্টের কথা
নয়নের জল ফেলে।
২০০৭, ঢাকা,শ্রীনগর