শরৎ আবেশ
মোঃ মোস্তাফিজুর রহমান
শরৎ এলে আকাশ জুড়ে
মেঘ যে খেলা করে,
বাদলা হাওয়ার তালে তালে
ঝিরঝিরিয়ে পরে।
শরৎ আবেশ লাগলে মনে
খুকি ধরে গান,
গানের সুরে হয় যে পাগল
উদাস খোকার প্রাণ।
মাঝিমাল্লা সুরের তালে
নৌকা বেয়ে যায়,
নদীর ধারে কাশ ফুলেরা
উঁকি মেরে চায়।
শরৎ কালে রোজ সকালে
শিশির টলোমল,
সখীর হাতে হাতটি রেখে
ঘুরতে যাওয়ার ছল।
আকাশ জুড়ে সারি সারি
সাদা বকের ঝাঁক,
তাই না দেখে মনের হরিণ
নাচে তাধিন তাক।
শরৎ আবেশ মন ভুলিয়ে
প্রেমের দোলা দেয়,
প্রেম পরশে মানসী তাই
মুখ লুকিয়ে নেয়।
তারিখঃ ২৩/০৮/২০২০
শরৎ আবেশ, স্বপ্নের বাংলাদেশ
চট্টগ্রাম, রাত ১২ঃ১২এএম।