শরৎ গগণ শুভ্র নীল
শহীদুল ইসলাম
শুভ্র মেঘের আলিঙ্গনে
নীল হয়েছে সুন্দরী।
শরৎ বনে কাশ দোলে
মন পবনে শরীর ছুঁয়ে।
গোপন প্রেমের আমন্ত্রণে
চন্দ্ররাতে তারার মেলা
অপরূপ এক বসুন্ধরা।
এমন দিনে বৈরাগী মন
বিনা বীণে আপন ধ্যানে
গান গেয়ে যায় বেখেয়ালে।
সুরের তরী একতারাতে।
ভিড়ল খেয়া জমল আসর।
সখা-সখীর চখাচখি
সুখের ব্যাথা বুকের তলে
হাত বাড়িয়ে চায় সুদূরে।
সুদূর পানে দেখে চেয়ে
শরৎ গগণ শুভ্র নীল।