সবকিছু ছেড়ে দেবো
শহীদুল ইসলাম
সব কিছু ছেড়ে দেবো
রাজ্য- শাসন ভার হাতে দেব তুলে।
সম্পদ- সংসার বীজবোনা ফসলী জমি হাতে দেবো তুলে।
ভুলে যাব আনাআনি।
ভুলে যাব হানাহানি।
ভুলে যাব বৈরিতা,
কথা দিচ্ছি তোমায়।
সব কিছু ছেড়ে দেবো।
দু’মুঠো অন্ন পেলে,
ক্ষুধা- তৃষ্ণা পেট পুরে খেতে পেলে।
ছেড়ে দেবো তোমার হাতে
সব কিছু ছেড়ে দেবো।
খনিজ, পানি, বনজ সম্পদ, কল- কারখানা;
আমাকে আমি তুলে দেবো।
থাকার জায়গা ঘুমানো বিছানা আসবাবপত্র পরিপাটি সব ছেড়ে দেবো।
রাজনীতি ভুলে যাব।
সমর অস্ত্র যুদ্ধের যত সাঁজ- সরঞ্জাম
সব কিছু হাতে দেবো তুলে।
ভুলে যাব ইতিহাস,
যৌবনে উদ্যামতা
নির্ভয়ে ছুটে চলা।
শৈশবময় স্মৃতি বিজড়িত মিষ্টি দিনগুলো আর সন্তান হারানো যন্ত্রণা।
বুকেতে হিমালয় সম দুঃখ কষ্ট জমা
তাও ভুলে সব কিছু ছেড়ে দেবো।
তরতরিয়ে বেড়ে ওঠা মিষ্টি মেয়েটি
বেড়ে উঠতে না উঠতে
মেয়েটির শরীরে শকুনের হামলে পরার কথা ভুলে যাবো।
শুধু তুমি কথা দাও।
আগামী প্রজন্ম পেট পুরে অন্ন পাবে
নিশ্চয়তা আসবে জীবনে,
নিরাপত্তা পাবে সব মানুষে।
আর কোন মেয়ে ঝরে পরবে না অকালে;
হারাবে না প্রাণ।
তুমি ফিরিয়ে দাও;
প্রজন্মের হাতে স্বপ্নীল ভবিষ্যৎ।
কথা দিচ্ছি
সব কিছু ছেড়ে দেবো।
রাজ্য- শাসন ভার হাতে দেব তুলে।
না পারো যদি এ দেশ,
এ দেশের সম্পদ, মানুষ বাঁচাতে।
অন্ন যদি না পারো দিতে মুখে।
ক্ষুধার্ত আমি এতটাই হিংস্র
এই দাঁত দিয়ে
তোমার রক্ত মাংস
কলিজা খাব ছিঁড়ে।