সুখ গ্রাম
সানজানা সুলতানা
শুনেছিলাম ভবনদীর পূর্ব তীরে একটি গ্রাম আছে।
যার নাম কিনা সুখ গ্রাম
সেখানে নাকি সুখের চাষ হয়।
আমি ভাবলাম আমার ঘরের ধূলোময়লায় জমে থাকা
দুঃখ গুলোর বিনিময়ে সুখ কিনে আনবো
একদিন চলেই গেলাম সুখ গাঁয়ে সুখ কিনতে।
হঠাৎ একজনের সাথে দেখা।
তাকেই সুধালাম।
তোমাদের গাঁয়ে নাকি সুখ চাষ হয়।
আমি কিছুটা সুখ কিনতে চাই।
দেবে আমায়?
লোকটি যেন আমার কথায় হেসে লুটোপুটি খায়!
অবশেষে হাসি থামিয়ে সে বললেন,
এ সুখ যে আমরা বেচিব না গো।
যদি চাও শোনাতে পারি
তোমায় এই সুখের গপ্পো।
আমাদের এই সুখের জন্ম যে,
বাংলার ছয় ঋতু থেকে।
আমাদের সুখ ঐ দেখো সোনালি ধানের ক্ষেতে।
আমাদের সুখ রসালো আম-কাঠালের মিষ্টি গন্ধে
আমাদের সুখ তো বর্ষার বানভাসা বন্যাতে।
আমাদের এই সুখ শরতের কাশবনে ঝড়ের বাতাসে।
আমাদের সুখ দেখ শীতের ভোরে কুয়াশার পথে।
আমাদের সুখ তো বসন্তের ঐ
আকাশে কোকিলের গানে।
এই সুখযে তোমার সাথে যাবে না গো
ঐ শহুরে অট্টালিকার পরে।
বরং তুমি থেকে যাও আমাদের গায়ে
কথা দিলুম ছোট্ট একখানা সুখের কুটির
গড়িয়ে দেব তোমাকে