৭১র থেকে ২১
শহীদুল ইসলাম
৭১র থেকে ২১
ক্যালেন্ডার কথা বলে।
চেতনার জাগরণে
আবার বুলেট হাতে
যুদ্ধের প্রস্তুতি
থেক না আর ঘরে
সাথিরা নামো পথে।
জোট বাঁধো পা বাড়াও
হাত তোল
করো আওয়াজ
এক সাথে সমতালে।
এ-ই সেদিন ঝাঁক বেঁধে
কত তরুণ দিল প্রাণ।
আসছে সে দিন
আজ আবার
৭১র ঘনজোয়ার।
রুদ্রবীণ কন্ঠে তোমার
বেজে যাচ্ছে কান পাতো
শোন আবার।
৭১র দিন গুলো
রক্ত মাখা দিন গুলো
স্মৃতি মাখা দিন গুলো
সতেজ হয়ে বুকের তলে
জাগছে দারুণ খুব করে।
আকাশ চেরা ডাক আসে
নদীর বুকে বান আসে
চেতনাতে উঠছে তুফান
নবীন তরুণ অরুণ পথে
আলোর মিছিল মশাল হাতে।
৭১র দিনলিপি
২১ সালে দিচ্ছে হাওয়া।
তোমার আমার শহীদ মিনার
স্মৃতি সৌধ রাজু ভাষ্কর্য চেতনার মহা জাগরন।
আমার সোনার বাংলা
চল্ চল্ রন সংগীত
৭২’র চার নীতি
মানুষের মৌলিক অধিকার
ফিরে পাবো তাই।
মুছে দিতে চাই।
ধর্মের বিভাজন
পুঁজির আগ্রাসন।
৭১র মতো ২১র ক্যালেন্ডার
বাঙালীর জন্য
হোক মানবতার হাতিয়ার।