প্রিয়তমার অপেক্ষায়
-রুহিন হোসেন রুমি
রোজ বিকালে দাঁড়িয়ে থাকি তোমার অপেক্ষায়
প্রিয়তমা তুমি আসবে বলে,
সেদিন তুমি বলেছিলে আসবে আবার ফিরে
কেমনে চলে গেলে তুমি কোন সে মায়ার ছলে?
কোথায়? কিভাবে আছো
নাওনি খোঁজ কতদিন চলে গেলো,
রোজ বিকালের স্মৃতিগুলো
কিভাবে নিখোঁজ হলো?
তবুও আজ আছি চেয়ে তোমার সেই পথের পানে,
কেমনে তুমি হারিয়ে গেলে তাই ভাবছি আনমনে।
বলেছিলে পাশে থাকবে আজীবন
তবু হায়, আজ তুমি নাই, নেই জীবন থেমে
তুমি বলে সেই ডাকতে বার বার
সেই স্বপ্ন আজ পুড়ে হলো ছারখার।
বর্ষার আগমনে, এই ধরনী মাঝে ফুটতো কদম ফুল
এনে দিতাম তোমাকে আর বানিয়ে দিতাম দুল,
জোড়া কদমের ভারে, কানটা টানটান করে
বলতে ওরে দুষ্টু প্রচুর ব্যাথা করে।
আজ তুমি নেই এই ধরনীতে, মনটা হাহাকার করে
আছো এই ছোট্ট মনে আর আছো এই হৃদমাঝারে।
ধরনীর বুকে আজ ভাইরাস আক্রান্ত কতো হাজার শতকে,
এদিকে যে ব্যাথায় কাতর আমি প্রিয়তমাকে নিয়ে বুকে।
বুঝবে সেদিন বুঝবে, যেদিন থাকবো না ধরায়
ডায়েরির পাতাগুলো দেখো কতকিছু ছিলো না বলা,
একসাথে আর মেঠোপথ ধরে হলো পথ চলা।
পথ হারিয়ে যদি কোনোদিন আসো
প্রেমিক কে একটুখানি ভালো বেসো।