____১৫ই আগস্ট____
____৩২নম্বার বাড়ি____
শক্তি রনজিত
লিখবো কি লিখবোনা আজ ভেবে পাইনে কূল
কাব্যে আজ শুধুই ফোটে আগস্ট বেদনার ফুল…
আগস্টের এই মাসে আমরা হারিয়েছি প্রিয় নেতা
যিনি ছিলেন বাঙালি জাতির ঝড় বাদলের ছাতা…
বাংলার শ্রেষ্ঠ বাঙালি যিনি তিনি অমর বঙ্গবন্ধু
যার রক্তে ছিলো মুক্তির নেশা হৃদয়ে মায়ার সিন্ধু…
ভুলতে পারিনা ভোলাও যায়না সেই দিনের কথা
১৫ই আগস্ট ৩২নম্বার বাড়ি ভাবতেই উঠে ব্যাথা…
আকাশে বাতাসে দিলো ছড়িয়ে মুহূর্তেই রক্তের ঘ্রাণ
নদী সাগরে উঠেছিলো সেদিন রক্তের উতলা বান…
গোটা জাতির নিথর দেহে কপালে ঠেকিয়েছিল হাত
হায় হায় একী করলি ও-রে ও,নির্বোধ পাষাণের জাত…
ভোরের পাখি’র কান্না সেদিন আকাশ উঠেছিল ভ’রে
আজানের ধ্বনি শুনেছিলাম যেন বেদনার করুণ সুরে…
ও’হে প্রিয় নেতা ও’হে শ্রেষ্ট বাঙালি ভুলিনি-গো তোমারে
দেখেছি আমি পক্ষ বিপক্ষ সকল বাঙালির অশ্রু ঝরে…