1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
নারী (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

নারী (কবিতা)

  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৪৩৬ Time View

নারী

অসীম সাহা

নারী তুমি চেতনায় জীবন
নাকি জীবনের চেতনা!
নারী তুমি দেবী তব আগমনে ধরাধামে আরাধনা
সেই তোমাকে বিসর্জন দিই সাজিয়ে প্রতিমা।

নারী তুমি, তোমার তরে ভূমি অধিগ্রহন
সেই তোমারী কারণে নদীর মত ভাঙন!
নারী তুমি, তোমার জন্য মেনে নির্বাসন
সেই তোমাকে পাওয়ার কল্পে করি হরণ।

নারী তুমি প্রিয়া, উর্বশী, ললনা
সেই তুমি জননী,গৃহিণী, কল্যানী অলীক ভাবনা!
নারী তুমি কবির লেখায় মানবী আবার কল্পনা
সেই তুমিই অতৃপ্ত হৃদয়ে অসহ্য যন্ত্রনা।

নারী তুমি ফসলের মাঠ,শষ্যের ডান্ডার
সেই তুমি ভাঙ্গ সাজানো সংসার!
নারী তুমি অনিবারণীয় তৃষ্ণা মনের মনিহার
সেই তুমি বিধ্বংসী ঘুমহীন আঁধার।

নারী তুমি, তোমার অঙ্গ জুড়ে সৌন্দর্য
সেই তুমিই বিলাতে মাধুর্য বৃন্তহীন পুষ্প!
নারী তুমি কাঁদও আবার নিষ্ঠুর নিরালায়
সেই তুমি বানভাসি বন্যা, ভাসাও হাসির লহরে হায়।

নারী তুমি মধুর মধু অমৃতের শীশ
সেই তুমি বিষের শিশি ঢালো অন্তরে বিষ!
নারী তুমি প্রকৃত সাক্ষ্য, ভালাবাসা প্রকৃতির
সেই তুমি নিভিয়ে অগ্নি,জ্বালাও আগুন অহর্নিশ।

নারী তুমি রূপের সুধায় অপরূপ মিলন
সেই তুমি বিচ্ছেদের মহিমায় বিরহী অন্তঃকরণ!
নারী তুমি কারো জীবন বাজি, মিনতি ভালোবাসা
সেই তুমি প্রনয় নিয়ে খেলে যাও পাশা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...