1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
হঠাৎ বৃষ্টিতে (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

হঠাৎ বৃষ্টিতে (কবিতা)

  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৩৩২ Time View

হঠাৎ বৃষ্টিতে
সাইফুল্লাহ সাঈদ

হঠাৎ বৃষ্টিতে
অল্প দৃষ্টিতে
ভেজা শরীরে দাড়িয়ে রই
হাতটি ধরে
মনে পরে
ভালবাসার জানি হবে জয়।

নিয়ম মেনে
আছি ধ্যানে
তবুও আজ রয়েছি দূরে
মন বলে
যায় চলে
তোমায় পাবো অতি ভোরে।

নিস্তব্ধ সন্ধ্যা
রজনি গন্ধা
কল্পিত ভাবনায় যায় হারিয়ে
তুমি দোয়ারে
মনের জোয়ারে
অপেক্ষায় থাকি আজ দাড়িয়ে।

সুবাস ছড়ালে
অশ্রু ঝড়ালে
বাহানায় আবদ্ধ আমায় ফেরানো
অজানা শহরে
আনন্দ প্রহরে
শুধুই আমার সাথে বেড়ানো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...