পেয়েছি সাধুবাদ
সাইফুল্লাহ সাঈদ
অজানা শহরে চলছি পণে পণে
দিন শেষে আনন্দ জুটে রাত্রিক্ষণে।
নির্বিশেষ রাত নির্মল সেই প্রভাত
মিলানোর বন্ধনে পেয়েছি সাধুবাদ।
হাঁটা হাঁটি করে বাঁকা রাস্তা ধরে
এভাবে অশ্রুঝরে তিমির সেই ঘরে।
চল চল মনে বিদিশা থাকে প্রবল
অন্ধকার আচ্ছান্নতায় হৃদয়টা কবল।
জীবনটা হচ্ছে ক্ষত নিরাশ্রয়ের মত
অগ্নিতে পুড়ে প্রাণ যাচ্ছে শত শত।
নৈরাশ্য ও নীরবতায় হৃদয়টা যে সাজে
সুখের প্রত্যয় দিয়েছি নিয়োগ কাজে।
অন্তর যে প্রফুল্লিত কর্ম দিয়েছি সারা
নিষ্ঠার খুঁজে হোক না রঙিন পারা।
তথাকথিত আলোচিত হচ্ছি কেন রোজ
মনের কাল্পনিকতায় হয়েছি যে নিখোঁজ।