আবার আমরা
শহীদুল ইসলাম
আবার আমরা এক হবো।
আবার আমরা উঠে দাঁড়াবো।
আবার আমরা আকাশ দেখবো।
আবার আমরা হাসবো খেলবো।
আবার আমরা নদী জলে সাঁতরাবো।
আবার আমরা ঘুড়ি উড়াবো।
আবার আমরা সবুজ দিগন্তে হাঁটবো।
আবার আমরা পাখিদের গান শুনবো।
আবার আমরা চাঁদ দেখবো।
আবার আমরা হাতে হাত রাখবো।
আবার আমরা চোখে চোখ রাখবো।
আবার আমরা ভালোবেসে একে অপরের কাছে আসবো।
আবার আমরা দ্বৈতকন্ঠে শিল্পী হবো।
আবার আমরা শেফালী ফুলের গন্ধ নেবো।
আবার আমরা আমাদের দিনগুলো যত্নে সাজাবো।
আবার আমরা স্বপ্ন দেখবো।
আবার আমরা ভোর দেখবো।
আবার আমরা কৃষকের মুখে হাসি দেখবো।
আবার আমরা কৃষকের কাঁধে লাঙল দেখবো।
আবার আমরা জেলেদের মাছ ধরা দেখবো।
আবার আমরা মাঝিদের পাল তোলা নাও দেখবো।
আবার আমরা তাঁতীদের তাঁত বুনতে দেখবো।
আবার আমরা কামার কুমার চর্মকার দেখবো।
আবার আমরা কবিতা লিখবো।
আবার আমরা কবিতা আবৃত্তি করবো।
আবার আমরা গল্প করবো।
আবার আমরা ছবি আঁকবো।
আবার আমরা মঞ্চ নাটকে মুগ্ধ হবো।
আবার আমরা বিশুদ্ধ বাতাসের গন্ধ নেবো।
আবার আমরা নির্মল প্রকৃতি দেখবো।
আবার আমরা নতুন প্রজন্মের জন্য
নতুন এক পৃথিবী বানাবো।