1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
নীরব প্রেমের প্রেমিক (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

নীরব প্রেমের প্রেমিক (কবিতা)

  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ৩৪৪ Time View

নীরব প্রেমের প্রেমিক
আফসানা মুরিন

প্রেমিক তুমি বোঝনি
আমার পাগলামতে অসম্ভব ভালোবাসার তিব্র ঝড় ছিল।

আমার অভিমানের মধ্যে তোমাকে হারানোর ভয়!

বিশ্বাস করো প্রেমিক
তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন শুধু আমার একার ছিল না।

তুমি সত্যিই নির্বোধ প্রেমিক।

সব কিছু জেনে শুনে বুঝে
তুমি আসলে,
কাছে টেনে নিলে
পাগল উপাধি দিয়ে
আবার নিজেই চলে গেলে।

আমি চাইনা প্রেমিক তুমি ফিরে আস।

আমি চাই না আবার আগের মতো হোক।

কারন চাইলেও
তুমি আবার আমার সেই তুমি হতে পারবে না।

শুধু এতটুকু চাই,
আমার ভালোবাসা নীরবে বাঁচুক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...