কেমন আছ
শহীদুল ইসলাম
কেমন আছ?
শব্দটাই যেন কেমন শব্দ?
গুলিয়ে ফেলি কি উত্তর দেব?
ভালো থাকা শব্দের ভেতরে
শব্দ যুদ্ধ চলে।
কেটে ছেটে বারংবার বলি
ভালো আছি।
যাচ্ছে কেটে দিন, দিন তো কাটে।
মন্দ ভালো ছন্দময় জীবনে
কবিতা ক্ষুধার্ত,
মানুষের চোখে মুখে অমাবস্যার ছাপ।
শতাব্দীর সেরা বিশুদ্ধ ভালোবাসা অভিশাপ প্রাপ্ত।
ভালোবাসা কতটা ভালো আছে?
যুগ যুগ ধরে অবিশ্বাসের কূপে ভালোবাসার নিথর শরীর পরে থাকতে দেখে বুঝলাম।
ভালোবাসা ভালো নেই।
তাকাতে পারছি না দুহিতার দিকে।
উজ্জ্বল প্রবাহমান বয়ে চলা নদীতে শ্যাওলা জমছে।
সৌন্দর্যময়
সুন্দরবনের সৌন্দর্য ধ্বংস হতে দেখে
প্রিয়তম উপলুব্ধি করলাম তুমিও লাবন্যতা হারাচ্ছ।