1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
শুকনো ভালোবাসা (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

শুকনো ভালোবাসা (কবিতা)

  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৩৯৬ Time View

শুকনো ভালোবাসা

বানীব্রত

লাশ কাটা বুক চেরা হল,
নিথর দেহের বাঁ পাশের কোনায় শুকিয়ে পড়ে আছো তুমি………. ভালোবাসা।
উশৃখঙল ঝর্ণার সেই দাপট আজ ম্রিয়মাণ,
অনেক কষ্টকে বুকে জড়িয়ে রেখেছিলে তুমি,
স্বপ্ন গুলো পড়ে আছে বিবর্ণ হয়ে
ভাবনায় ছিঁড়ে যাওয়ার ব্যাথা প্রকট,
তোমার না পাওয়ার বেদনা আজ আর চোখের ঝর্ণা হয়ে বয়ে যায় না।

তুমি কি শান্তি পেলে ভালোবাসা ? চিরশান্তি
হয়তো না হয়তো বা…

তবুও জিগেস করতে ইচ্ছে হলো যে,

মর্গের টেবিলে পরে থাকা বুকের উপর
বয়ে যায় না বসন্ত বাতাস,
হাসনোহানা, কামিনীর গন্ধে আজ আর বিভোর করে না তোমায়,
শ্রাবণ ধারায় আর জাগবে না তোমার রোমান্টিকতা,
গোলাপকে বলবে না আর তুমি সুন্দর,
শুকনো ফুলের মতোই পরে থেকো বুকের বাঁদিকটেতে,
বন্ধ ধুকপুক এর পাশে… চিরনিদ্রায় ভালোবাসা।।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...