1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
নির্ভুল (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

নির্ভুল (কবিতা)

  • Update Time : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ২১৯ Time View

নির্ভুল
শহীদুল ইসলাম
ভুল ছিল না ভুলেও বলবে ভুল তবুও
যা গেছে কাল আজ গতকাল
তা কি ভুল
আসছি হেটে যে পথ দিয়ে
জমল স্মৃতি পদে পদে
স্মৃতি কি ভুল
রক্ত আঁকা পশ্চিম আকাশ
উদয় যেথা রৌদ্র প্রকাশ।
সন্ধ্যা নামা নিঝুম রাতে
দিবস কি ভুল অন্ধকারে।
ভুল তবুও
ভুল গেল না ভুলেও।
সমুদ্র ঢেউ ভাঙছে ভীষণ
নিঃশব্দতে শব্দ দূষণ।
আর কত এভাবে
যাবে দিন ভুল মাপা স্বভাবে।
যা গেছে অতীতে
যা আছে স্মৃতিতে
যে গেছে পেড়িয়ে স্মৃতিপথ মাড়িয়ে
গেছে যে যেতে দেও ভেবোনা এ নিয়ে।
যাওয়াতে ভুল নেই যে যাবার যাবেই।
ভুল ছিল না ভুলেও বলবে ভুল তবুও।
কথা কাটাকাটি জমা দিনলিপি
হেটে আসা পথ করো অনুভব
অভিযোগ যত ভুল না কোনও।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...