মনুষ্যত্ব
মোঃ আরিফুল ইসলাম
আমি ধ্বংসস্তূপ হতে আসব
আমি মুক্তি আর সংগ্রামের হালখাতা হতে আসব।
আমি নিন্দুকের মুখের বন্দুক হতে আসব,
আমি শত অবিচারের রায় হতে আসব।
আজ এসো,এসো তোমরা
কার কী অভিযোগ?
আমি সব অভিযোগ হয়ে
বিচারের ময়দানে আসব।
আমি মসজিদ, মন্দির, বিদ্যালয়
হতে,মানুষ নয়
মনুষ্যত্ব হয়ে আসব।
আমি যুদ্ধের মাঠে
রক্তাক্ত কৃষ্ণাচূড়ার গল্প হয়ে আসব।
রাতের অধারে নিষিদ্ধ নগরীর
আশার প্রদীপ হতে আসব
আজ বল আমাকে,
কোথায় তোমাদের ব্যর্থতা?
মানুষে? হ্যাঁ আমি মানুষের মাঝে
মনুষ্যত্ব হয়েই আসব।