1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
~ভালোলাগে~ - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

~ভালোলাগে~

  • Update Time : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ২২৮ Time View

~ভালোলাগে~
আফসানা মুরিন

ধানের জমি আল পথে হাটা
খুব ভালো লাগে
নুপুরের তাল শব্দের ঝংকারে
দৌড়াতে খুব পছন্দ করি
ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না পায়ে ঝিমুনি এসে
নুপুর স্তব্ধ হয়ে যায়।

চাঁদের আলো খুব ভালো লাগে
চাঁদ যে আমাদের মনের কথা
একে অপরের কাছে পৌঁছে দেয়
জ্যোৎস্না রাতে অপরিচিত হাতটা পরিচিত হয়ে উঠে
তাইতো খুব ভালো লাগে।

নৌকা আমার খুব ভালো লাগে
কেননা নদীর বুকে মাথা রেখে
কাদতে হাসতে কথা বলাতে আর
নদী হয়ে মোহনায় মিশে যেতে ভালোলাগে।

অসম্ভব প্রিয় বৃষ্টির নিক্কন
পৃথিবীর ময়লা স্রোত ছাপিয়ে
যেভাবে পৃথিবী হয়ে ওঠে আনকোনা বিশুদ্ধময়
জন্ম বারংবার আমার
আমিতে জন্মাই জন্মাতে ভালোলাগে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...