অনুভূতি
আনোয়ারুল ইসলাম (আনোয়ার)
আগমনের সূচনালগ্নে,
দারুণ অনুভূতির পূর্ণতা।
উপচে পড়া ভালোলাগা হৃদয়ে।
জীবন যেন আরক্ত রঙিন প্রজাপতি।
সর্বত্র বিচরণ কোকিল ডাকা বসন্তের।
প্রতিটা মুহূর্ত যেন, মহামূল্য কাব্য পঙক্তি।
না দেখার যন্ত্রণা যেন সর্বভুকে দগ্ধ হওয়া কয়লা হৃদয়।
তার এতটুকু সুখ!! এক মুহূর্তের মধ্যে জমকালো মেঘের ছায়াকে পরিণত করে,স্বচ্ছ নীলাভ আকাশে।
এতটুকু কষ্ট! যেন সমস্ত বিশ্ব ভেঙে পড়ে ছোট হৃদয়ের ঘরে।
সে এক দারুণ যন্ত্রণা!
একটা মৃত রক্তিম গোলাপ!সমস্ত ঐশ্বর্য এসে ভিড় জমিয়েছে যেন তাতে।
আবার যখন হঠাৎ প্রস্থান-
কলিজাটা যেন বিষাক্ত তীরে,ছিড়ে খুঁড়ে দিয়ে যায়।
বসন্ত এক মুহূর্তে ঘনকালো কালবৈশাখী যেন।
তোলপাড় করে দেয় সুখ অনুভবের অতীত হৃদয়।
দারুণ রৌদ্রময় অগ্নিদগ্ধ বৈশাখ।
গড়া কোনোকিছুর ভাঙন- অসহ্য শ্বাসকষ্টে যেন ছটফট করা।
হরহামেশা তার প্রতিকৃতি ভেসে থাকে বর্ষার আকাশ জোড়া মেঘের মতো হৃদয়ের আকাশে।
স্মৃতিগুলো বিষাক্ত কাঁটা হয়ে অন্তরে অসহ্য জ্বালাপোড়া তৈরি করে।
সুখকর অতীত জমাটবদ্ধ ব্যথায় রূপ নেয়।
এক লক্ষ মাইল দীর্ঘ শিরা-উপশিরায় প্রবাহিত হয় হৃদয়ের রক্তক্ষরণ।
তবুও একদণ্ড সুখ আনে নিকোটিনের ধোঁয়া ওড়া জীবনরূপি শলাকা।