অবক্ষয়
অসীম সাহা
কী নিষ্ঠুর শিকারী-
ভিক্ষুকের থলেতে ও শকুনী চোখ!
পৃথিবী গ্রাসে উদর পূর্তি ঘটে না!
তথাপি ওরাই রঙিন দুনিয়ায় শাসক।
বঙ্গোপসাগর হতে টমসের তীরভূমিতে
বাঁধ দিয়ে প্রসাদ আর সুরম্য অট্রালিকা গড়ে!
কত পথিক জীবন ক্ষুধা মিটানোর আশায় রাস্তায় রাস্তায় ঘুরে
ধর্ম নিয়ে হানাহানি,জাতি -বর্ণের বিরূপ ধ্বনি
ভাঙনের সুরে ধরা পড়ে নির্বিচারে অত্যাচারে!
মনুষ্যত্বের অবক্ষয়ে অপরাজিতা পরাজিত অবনী পড়ে।।