এলো বৈশাখ
শহীদুল ইসলাম
উৎসবে উৎসবে
মেতে ওঠ আজ সবে।
রমনা বটমূল,
ঘরে ঘরে সাজ রবে।
জেগে ওঠ বাঙালী,
এলো বৈশাখ এলো হে।
কবি লিখ কবিতা,
গায়ক গাও হে গান।
চারুশিল্পী আঁক ছবি
রূপে রূপে অপরূপ
বাংলা রূপের বৈচিত্র বহমান।
নতুন ধানে গন্ধ আসে,
মাঝি পবনে বাদাম টানে
গায়ের বধু কলসি কাখে,
জল আনিতে যাচ্ছে ঘাটে।
বৈশাখী হাওয়া চারন চুমে
বাঙালী জাগ মনে প্রাণে।
ইলিশ লংকা পান্তা ভাতে
দিন কাটুক মোর অধিক সুখে।
বাঙালী বাংলার রূপে গুনে,
মুগ্ধ হৃদয় উদয় নবে।
বাংলা আমার প্রিয় বাংলার।
এসো মোরা বাঙালী
বৈশাখী গান গাহী।
ছোট বড় বেদ ভুলে
জাতী বেদ নাহী করে
এসো মিশি বৈশাখে,
জেগে উঠি আজ সবে
এলো বৈশাখ এলো হে।