1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
এলো বৈশাখ - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

এলো বৈশাখ

  • Update Time : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ২৫২ Time View

এলো বৈশাখ
শহীদুল ইসলাম

উৎসবে উৎসবে
মেতে ওঠ আজ সবে।

রমনা বটমূল,
ঘরে ঘরে সাজ রবে।

জেগে ওঠ বাঙালী,
এলো বৈশাখ এলো হে।

কবি লিখ কবিতা,
গায়ক গাও হে গান।

চারুশিল্পী আঁক ছবি
রূপে রূপে অপরূপ
বাংলা রূপের বৈচিত্র বহমান।

নতুন ধানে গন্ধ আসে,
মাঝি পবনে বাদাম টানে

গায়ের বধু কলসি কাখে,
জল আনিতে যাচ্ছে ঘাটে।

বৈশাখী হাওয়া চারন চুমে
বাঙালী জাগ মনে প্রাণে।

ইলিশ লংকা পান্তা ভাতে
দিন কাটুক মোর অধিক সুখে।

বাঙালী বাংলার রূপে গুনে,
মুগ্ধ হৃদয় উদয় নবে।

বাংলা আমার প্রিয় বাংলার।
এসো মোরা বাঙালী
বৈশাখী গান গাহী।

ছোট বড় বেদ ভুলে
জাতী বেদ নাহী করে

এসো মিশি বৈশাখে,
জেগে উঠি আজ সবে
এলো বৈশাখ এলো হে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...