1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
ছাঁয়াসঙ্গী (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

ছাঁয়াসঙ্গী (কবিতা)

  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৪১২ Time View

ছাঁয়াসঙ্গী
আফসানা মুরিন

মুগ্ধ প্রকৃতিতে
মুগ্ধতায় পরিপূর্ণ তুমি।
ভাবছি কার প্রেমে পড়েছি।
মুগ্ধ প্রকৃতির মাঝে হারিয়েছ।
ভাবছি প্রেমিকা মেঘের ওপরে আছ তো তুমি।
মুগ্ধ প্রকৃতির পিছে ছুটছ তুমি, একটু দাঁড়াও,,,
সঙ্গী হতে চাই আমি।

অপরূপ প্রকৃতি বেঁচে থাকো তুমি,,
এ তোমার কেমন রূপ,,
ভাষা হারিয়েছি।

মেঘের ওপারে যাবে ভাবছ,,
আপত্তি নেই
শুধু সঙ্গে নিও।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...