1. kobitapara@gmail.com : Mohammad Forhad : Mohammad Forhad
  2. mdforhad121212@yahoo.com : Mohammad Forhad : Mohammad Forhad
  3. mdmasum4882@gmail.com : mdmasum :
জাগো বীর (কবিতা) - জনপ্রিয় বাংলা কবিতার সমাহার

জাগো বীর (কবিতা)

  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৪৬৩ Time View

জাগো বীর
মো:মোবারক হুসাইন

জাগো হে বীর উচু করো শির,,
এটা নয়, জান্নাত তোমার নীড়।
তুমি হানবে আঘাত মিথ্যার পিঁড়িতে,
পা রাখবে তুমি সত্যের শিঁড়িতে।

তুমি হয়ও না অধির তুমিই উন্নত মম শির,
অপকর্মে নিশান তুলে ঘাটিতে ধরাও চির।
তুমি বীর তুমিই তেজস্বী বুকে রাখো বল,
হাতে হাত রেখে চলরে তোরা চল।

নির্ভীক চিত্তে তুলে নাও হাতে আলীর জুলফিকার,
তোমার জাগরণ হানবে আবার তাদের অধিকার।
সত্যের পথে যদি হতে পারো কোরবান,
নবাবি ছাড়ো তবে পেতে পারো মুক্তির সন্ধান।

তুমি রণ বীর তুমি সবুজ মনের মুক্ত চিন্তার ঝঙ্কার,
তুমি হানাহানি অন্যায়ের বিপরীতে ডঙ্কার।
তুমি আমার মায়ের মুখে ফুটাবে মিষ্টি হাসি,
তুমি ফাসিঁর কাষ্ঠে ঝুলেও বলবে দেশকে ভালোবাসি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো কবিতা দেখুন...